ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির কমিটি প্রদান

জবি প্রতিনিধি | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ১৭:৫৪

জবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ১৭:৫৪

নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির আগামী ১ বছরের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবনিযুক্ত কমিটিতে সভাপতি হিসেবে রায়হান উর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

গতকাল (শুক্রবার) এ কমিটি অনুমোদন করেন সংগঠনের উপদেষ্টামন্ডলী। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি রায়হান উর রহমান জানান, "এই সোসাইটিতে নেতৃত্ব দিতে পারা নি:সন্দেহে সৌভাগ্যের বিষয়। আমার টার্গেট থাকবে সবাইকে নিয়ে সংগঠনের কাঠামোগত দিকগুলো আরও শক্তিশালী করে তোলা। সেই সাথে সাবেক-বর্তমান সদস্যদের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করতে কাজ করব।"

নবনিযুক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, সংগঠনের কোন সদস্যদের সমস্যায় পরলে তা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করে হবে। এছাড়া ধারাহিক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: