
আফিফ হোসেন অবশেষে তিন অংকের দেখা পেলেন। চার নম্বরে নেমে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আফিফ। ১০৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহনীর হয়ে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রেজাউর রহমানের করা ৪৯তম ওভারের পঞ্চম বল। সিঙ্গেল নিয়ে আফিফ হোসেন পৌঁছে যান তিন অংকের ম্যাজিক ফিগারে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েন আবাহনীতে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান।
আবাহনীর হয়ে শুরু থেকেই দারুণ খেলছেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত ১২ ম্যাচের ১০ ইনিংসে তার রান ৪৪৬। ৫৫.৭৫ গড়ে ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেন আফিফ।
আপনার মূল্যবান মতামত দিন: