
এক-দুই কিংবা তিন বছর নয়; দীর্ঘ তিন দশকের অপেক্ষা ঘুচল নাপোলির। দীর্ঘ ৩৩ বছর পর আবার সেরি আ চ্যাম্পিয়ন হলো তারা। সর্বশেষ ১৯৯০ সালে ম্যারাডোনার হাত ধরে এই শিরোপা জিতেছিল তারা। তাই দীর্ঘ খরার পর এই আনন্দ নেপলস বাসীর জন্য বাঁধন হারা।
বৃহস্পতিবার উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নাপোলি। তবে এই ড্রয়ের আসা ১ পয়েন্টই শিরোপা জয়ের জন্য যথেষ্ট হয় নাপোলির। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করল লুসিয়ানো স্পাল্লেত্তির দল।
ফলে আনন্দে যেন তর সইছিল না নাপোলি সমর্থকদের। হবেই না কেন! শিরোপাটা যে দেখা দিল ৩৩ বছর পড়ে! আর্জেন্টাইন কিংবদন্তির দিয়াগো ম্যারাডোনার হাত ধরে ১৯৮৯-৯০ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। প্রায় তিন যুগ পর ওসিমহেনরা তাদের ফিরিয়ে দিলেন সেই সুখস্মৃতি।
আপনার মূল্যবান মতামত দিন: