ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কেকেআরের জয়ের নায়ক বরুন চক্রবর্তী

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৩ ১৭:৪২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ মে ২০২৩ ১৭:৪২

শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মোটে ৩৮ রান। হাতে ৫ উইকেট, মাঠে তখনো অধিনায়ক এইডেন মার্করাম। ছিলেন মার্কো জানসেন, আব্দুল সামাদের মতো পরীক্ষিত ব্যাটাররাও। অবিশ্বাস্যভাবে এখান থেকেও ম্যাচ হেরে গেছে সানরাজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার আইপিএল ম্যাচে কলকাতার কাছে কমলা বাহিনীর হার ৫ রানে। 

প্রায় হারতে বসা ম্যাচেও কলকাতার এমন অভাবনীয় জয়ের নায়ক বরুন চক্রবর্তী। ইনিংসের শেষ পাঁচ ওভারের তিনটিই করেন তিনি। যেখান থেকে মার্করাম, সামাদরা নিতে পারেন মোটে ১২ রান। তাছাড়া শেষ ওভারটাও করেন তিনি, যখন হায়দরাবাদের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। সামাদও ছিলেন মাঠে৷ তবে দুই বল পর ফেরান তাকে, মোটে ৪ রান দেন দিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: