odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

গাজীপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জয়দেবপুর প্রতিনিধি | প্রকাশিত: ৭ May ২০২৩ ১৩:৩১

জয়দেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭ May ২০২৩ ১৩:৩১

গাজীপুর সদর উপজেলার একটি বাসার তালা ভেঙে আশরাফুল আলম (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা নিয়তের মা-বাবা পলাতক রয়েছেন। 

শনিবার রাত ৯ টায়  সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা এলাকায় স্থানীয় হযরত আলী ভাড়া বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আশরাফুল নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহারী গ্রামের ওমর ফারুকের ছেলে। সে মা-বাবার সঙ্গে স্থানীয় হযরত আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় জে এল ফ্যাশন লিমিটেড কারখানায় চাকরি করতেন।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল চন্দ্র সরকার জানান, শিরিরচালা এলাকার স্থানীয় হযরত আলী ভাড়া বাসার একটি কক্ষ থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত আশরাফুলের মা-বাবা পলাতক আছেন বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: