odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th January 2026, ৮th January ২০২৬

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

চবি | প্রকাশিত: ১৩ May ২০২৩ ২২:৩৬

চবি
প্রকাশিত: ১৩ May ২০২৩ ২২:৩৬

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে আগামী রবিবার ও সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে বিষয়টি নিশ্চিত করেন।

উপ-উপাচার্য বলেন, "আগামী ১৪ ও ১৫ মে ২ দিন আমাদের সব ধরনের ক্লাস পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

তিনি আরো বলেন, "১৬ তারিখের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা ১৪ এবং ১৫ তারিখ পর্যন্ত একটু দেখতে চাই ঘূর্ণিঝড়ের কারণে পরিস্থিতি কোথায় যায়। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

 



আপনার মূল্যবান মতামত দিন: