odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

সোমবার সকল বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ May ২০২৩ ২৩:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ May ২০২৩ ২৩:১৪

ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল সোমবারের (১৫ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ রোববার (১৪ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষাকেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: