
চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে কাতালান ক্লাব বার্সেলোনা। রবিবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মাতে জাভি হার্নান্দেজের দল। ২০১৮-১৯ মৌসুমের পর ফের স্পেনের চ্যাম্পিয়ন হলো বার্সা।
লিগে এটি কাতালান ক্লাবটির ২৭তম শিরোপা। চার ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে শিরোপা। ৩৪ ম্যাচে বার্সার সংগ্রহ ৮৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। বার্সা পরের চার ম্যাচে হারলেও তাদেরকে ছুঁতে পারবে না রিয়াল।
আপনার মূল্যবান মতামত দিন: