
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ছুটি আগামী ৩০ আগস্ট, বুধবার শুরু হবে। ছুটি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত ছুটি চলবে। ১১ সেপ্টেম্বর, সোমবার থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম শুরু হবে। এছাড়া অফিসসমূহ আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ৮ ও ৯ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় ১০ সেপ্টেম্বর রোববার থেকে যথারীতি অফিস খোলা থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: