ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা আবু সাঈদের শাস্তি চায় জবি নীল দল

জবি প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ০৩:৩৭

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মে ২০২৩ ০৩:৩৭

রাজশাহীতে গত ১৯ মে বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করে কবরস্থানে ফেলে রাখার হুমকির প্রসঙ্গ তুলে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল।

সোমবার (২২ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।


প্রতিবাদ লিপিতে বলা হয়, বিএনপি নেতা আবু সাইদ চাঁদের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি'র মতো একটি রাজনৈতিক দলের বিভাগীয় পর্যায়ের একজন নেতার এমন বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থিই নয় বরং এটি ফৌজদারি অপরাধের সামিল। ইতোমধ্যেই তার বিরুদ্ধে এন্টি টেরোরিজম এ্যাক্ট ২০২০ এর আওতায় একটি মামলা রজু করা হয়েছে। এছাড়া তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।


প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।



আপনার মূল্যবান মতামত দিন: