ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুবিতে আইন ভঙ্গ করে বিভাগীয় প্রধানের দায়িত্ব পুনর্বহাল

জাহিদুল ইসলাম, কুবি প্রতিনিধি | প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০২:২৭

জাহিদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০২:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকদের মধ্য থেকে বিভাগীয় প্রধান পদে  নিয়োগ দেওয়ার কথা উল্লেখ থাকলেও সম্প্রতি পদার্থ বিজ্ঞান বিভাগে একজন সহযোগী অধ্যাপককে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত  বিভাগীয় প্রধানের দায়িত্ব পুনর্বহাল করেছে প্রশাসন। তবে বিষয়টিকে আইনের পরিপন্থি দাবি করে প্রশাসনকে চিঠি দিয়েছেন বিভাগটির অধ্যাপক ড. মো. আবু
তাহের।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬- ধারা ২৪ এর ২ ও ৩ এ বলা হয়েছে, বিভাগীয় অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে তিন বৎসর মেয়াদে উপাচার্য কর্তৃক বিভাগীয় প্রধান নিযুক্ত হইবেন এবং যদি কোন বিভাগে অধ্যাপক না থাকেন তাহলে উপাচার্য  সহযোগী অধ্যাপকের মধ্যে হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করবেন। এ আইন অনুযায়ী বিভাগে কোনো অধ্যাপক না থাকায় ২০২০ সালের ১৭ জুন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়াকে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় । ওই পদে জুলহাস মিয়ার তিন বছর মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ জুন তাঁকে আবারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে যেতে বলা হয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে।

বিষয়টিকে আইনের ব্যত্যয় উল্লেখ করে অধ্যাপক আবু তাহের তাঁর চিঠিতে উল্লেখ করেন, বিভাগে দুইজন অধ্যাপক কর্মরত থাকা অবস্থায় সহযোগী অধ্যাপককে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা সুস্পষ্টভাবে আইন-এর লঙ্ঘন। ড. মোহাম্মদ জুলহাস মিয়া গত ১৬ জুন বিভাগীয় প্রধান হিসেবে তাঁর মেয়াদপূর্ণ করেছেন।

অধ্যাপক আবু তাহের বলেন, ‘বিভাগের জ্যেষ্ঠতম অধ্যাপক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর আইন অনুযায়ী আমি ১৭ জুন থেকে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রাপ্য হই। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ড. মোহাম্মদ জুলহাস মিয়াকে বিভাগীয় প্রধানের পুনঃদায়িত্ব প্রদান করায় সুস্পষ্টভাবেই আইনের ব্যত্যয় হয়েছে এবং আমার প্রতি অবিচার করা হয়েছে।’

অধ্যাপক আবু তাহেরের দাবি,  এ নিয়োগে তার মানমর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হয়েছেন। তাঁকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রাখার জন্য চিঠিতে অনুরোধ করেছেন।

নিয়োগের বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, প্রশাসন আমাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলেছে। আইনের বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বলেন, ওনাকে নিয়োগ দেওয়া হয়নি। শুধু পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।বিভাগে অধ্যাপক থাকার পরও একজন সহযোগী অধ্যাপককে কেন দায়িত্ব চালিয়ে যেতে বলা হলো- এমন প্রশ্নে রেজিস্ট্রার বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে এভাবে কন্টিনিউ করার জন্য বলতেই পারে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে পারব না। চিঠিটি যদি আমার কাছে আসে; আমি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরামর্শ দিবো।




আপনার মূল্যবান মতামত দিন: