
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী কলেজসমূহের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন শেষ হয়েছে। অনলাইনের মাধ্যমে গত মাসের ২৪ তারিখ থেকে শুরু হয় এ কার্যক্রম আর শেষ হয় বুধবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে জানানো হয়, এবার ৩১টি বিষয়ে ৩ লাখ ৯১হাজার ৫৫টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৫ লাখ ৩১ হাজার প্রার্থী।
জানা যায়, আবেদকারীর ফলাফলের ভিত্তিতে তাদের কলেজ নির্বাচন করা হবে। শিক্ষার্থীদের কলেজ নির্বাচন করে তিনটি মেধা তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত কলেজের নাম ও যোগ্য কোর্সের বিষয়ের বিস্তারিত মোবাইলে মেসেজ পাঠানো হবে। আগামী ১৫ অক্টোবর থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে বলেও জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর।
আপনার মূল্যবান মতামত দিন: