ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

হরিণের চামড়াসহ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ September ২০১৭ ১৭:৫০

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ September ২০১৭ ১৭:৫০

শনিবার ভোর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এর একঢি টহল দল খুলনা জেলার দাকোপ থানার লাউডোব ঘাট সংলগ্ন এলাকা হতে ০১ টি হরিণের চামড়া সহ ০১ (এক) পাচারকারীকে আটক করা হয়। উক্ত পাচারকারী কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালাবার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা পিছনে পিছনে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উক্ত পাচারকারীর নামঃ ইমাম হোসেন (২৩) পিতা: ওলিয়র রহমান, গ্রাম+পোঃ লাউডোব থানাঃ দাকোপ জেলা: খুলনা । হরিনের চামড়া ও হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থার জন্য ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন। অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেঃ এম এইচ আই সিদ্দিক (এক্স) বিএন জানান, কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: