
গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলেও দাবি আদায় না হওয়ায় ক্লাসে ফিরছেন না শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে কথাও বলতে চান তারা। অন্যথায় ক্লাসে না ফিরে বরং আন্দোলনে অনড় থাকার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, গ্রীষ্মকালের নির্ধারিত ছুটি বাতিল করার পেছনে মূলত আমাদের আন্দোলনের গতিকে শ্লথ করার একটা কৌশল সরকার নিয়ে থাকতে পারে। কিন্তু শিক্ষকরা ছুটি বাতিলের এই সিদ্ধান্ত মানতে নারাজ।
তারা বলছেন, কোনো কৌশলেই জাতীয়করণের দাবিকে সরকার অগ্রাহ্য করতে পারে না। আর এটা শুধু শিক্ষকদের একার দাবি নয় বরং এই দাবি বাস্তবায়ন হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরও অনেক সুবিধা হবে। এই দাবির যৌক্তিকতাও ইতোমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে তুলে ধরেছি।
আপনার মূল্যবান মতামত দিন: