ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

আমানউল্লাহ আমানের জন্য দুপুরের খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ July ২০২৩ ২২:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ July ২০২৩ ২২:১২

ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে আটক বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল। এই দলেন নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

শনিবার দুপুরে তারা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমান উল্লাহ আমানকে দেখতে যান।

এ সময় বিএনপির এই নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুসের প্যাকেট তুলে দেন গাজী হাফিজুর রহমান লিকু। তিনি আমান উল্লাহ আমানকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। আপনার স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমান উল্লাহ আমান যেতে চাইলে তার ব্যবস্থা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।

আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। 



আপনার মূল্যবান মতামত দিন: