ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চাল আমদানি করবে সরকার

ডেক্সবার্তা | প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৭ ২০:৫২

ডেক্সবার্তা
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৭ ২০:৫২

বন্যার কারণে সৃষ্টি হওয়া খাদ্য ঘাটতি মোকাবেলায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছরের প্যাকেজ-৫ এর আওতায় এ চাল কেনা হবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: