ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দীর্ঘ অপেক্ষার পর চবির বঙ্গমাতা হল উদ্বোধন

সোহেল রানা, চবি প্রতিনিধি | প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ২২:৩৮

সোহেল রানা, চবি প্রতিনিধি
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ২২:৩৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত পার্বত্য ও সমতলীয় বৌদ্ধ শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থার জন্য উদ্বোধন করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

আজ ৮ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মাননীয় প্রধানমন্ত্রীর মাতা 'বঙ্গমাতা' শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে হল উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা হলের নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের মার্চ মাসে। শেষ হয় ২০২১ সালের আগস্টে। একই বছর ২৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে হলটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কিন্তু তখন নানা সীমাবদ্ধতায় শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়নি হলটি। অবশেষে ২৩ মাস পর মঙ্গলবার খুলে দেয় প্রশাসন। হলটিতে ৬০ শতাংশ সিট ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০ শতাংশ সিট সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

উপাচার্য তার বক্তব্যে বলেন, উদ্বোধনের পর দিন থেকেই আমরা এই হলটি চালু করতে চেয়েছি। বারবার ইউজিসির কাছে আমরা লোকবলের জন্য চেয়েছি। তার জন্য আমাদের রেজিস্ট্রার গেছে আমার অফিস থেকে লোক গেছে কিন্তু ইউজিসি আমাদের কোনো লোকবল দেয় নি। এখনও আমরা পায়নি। তবে আমি ভেবেছি যেটি একবছর আগে উদ্বোধন হয়ে গেছে সেটি এখন সময় এসেছে খুলে দেয়ার। কারণ আমাদের ছাত্রীদের কষ্ট হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ডাবলিং থাকছে। আমাদের ছাত্রীদের পড়াশোনার জন্য, গবেষণার জন্য পরিবেশ পাচ্ছে না তাই আমরা অন্যান্য হল থেকে লোকবল এনে এই হলটি খুলে দিয়েছি।

হল উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, প্রক্টর ড.নূরুল আজিম সিকদার, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.খাইরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক নাসিমা পারভীন। 



আপনার মূল্যবান মতামত দিন: