odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

ভিআইপিদের ট্রাফিক আইন মানার অনুরোধ জানালেন ওবায়দুল কাদের

ডেক্সবার্তা | প্রকাশিত: ২২ October ২০১৭ ১৮:৫০

ডেক্সবার্তা
প্রকাশিত: ২২ October ২০১৭ ১৮:৫০

সমাজের নেতৃস্থানীয় বা ভিআইপি ব্যক্তিদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা  সভায় তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, পরিসংখ্যানের দিক দিয়ে সড়ক দুর্ঘটনা কমে আসছে।তবে এতে আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই।প্রতিটি প্রাণই মূল্যবান।আমরা চাই না সড়কে আর কোনো প্রাণ অকালে ঝরে যাক।

গাড়ি চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, বেপরোয়া গাড়ি চালালে যেমন দুর্ঘটনা ঘটতে পারে তেমনি  নিজের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক একসময় মৃত্যুফাঁদ হিসেবে পরিচিত ছিল। দুর্ঘটনাপ্রবণ স্পটগুলো প্রশস্ত  ও  সড়ক  বিভাজক স্থাপনের ফলে এখন এ মহাসড়কে দুর্ঘটনা নেই বললেই চলে।

সড়ক দুর্ঘটনা রোধে প্রকৌশলগত সমাধানের পাশাপাশি ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা  হওয়া জরুরি।



আপনার মূল্যবান মতামত দিন: