
ফেনীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার হামলা পরিকল্পিত। নিজেরাই হামলা চালিয়ে সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নিজেরা ঘটিয়ে, অন্যকে দোষ দেওয়া বিএনপির পুরনো অভ্যাস। ফেনীর ঘটনা তারা পরিকল্পিতভাবে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। এটা তাদের অন্তর্দ্বন্দ্বেরও বিষয়। গত কয়েক দিন ধরে তারা (বিএনপি) নিজেরা নিজেরা মারামারি করছে। এ ধরনের একটা ঘটনার প্রয়োজন ছিল, টু মেইক এ বিগ নিউজ; আমরা এটাই মনে করি।
আপনার মূল্যবান মতামত দিন: