odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি’

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ September ২০২৩ ১০:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ September ২০২৩ ১০:১০

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতাদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, মহানগর বিএনপি নেতা শামসুল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: