
রাজধানী ঢাকায় আজ শনিবার শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দুপুর আড়াইটায় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতা।
সমাবেশে ঢাকা মহানগর এলাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: