
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শানজিয়াওশু কয়লাখনিতে আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খনিটি রাজধানী বেইজিং থেকে প্রায় তিন হাজার ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
পানঝো সিটি সরকার তার ওয়েবসাইটে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে বলেছে, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কিন্তু প্রাথমিক যাচাইয়ের পর নিহত ১৬ জনকে শনাক্ত করার মতো কোনো চিহ্ন তাদের দেহে পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনভেয়ার বেল্ট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।
সূত্র: এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: