odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ September ২০২৩ ১২:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ September ২০২৩ ১২:৪৮

আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গত জুলাই মাসে অভ্যুত্থানের পর থেকে দেশটির সঙ্গে টানাপোড়েন চলছিল ফ্রান্সের। এ ছাড়া নাইজারকে সমস্ত সামরিক সহযোগিতাও বন্ধ করা হবে। নাইজারের সামিরক বাহিনী এবং জনসাধারণ ফরাসি সৈন্য প্রত্যাহারের চাপ সৃষ্টি করছিল।

গত কয়েক সপ্তাহে রাজধানী নাইমেতে হাজার হাজার মানুষ ফরাসি সৈন্য প্রত্যহারের দাবিতে বিক্ষোভ করছিল।

ম্যাখোঁ বলেছেন, ‘ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবে।’ তিনি আরো যোগ করে বলেছেন, এর পাশাপাশি নাইজারে সামরিক সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: