
বর্তমান সরকারের পদত্যাগের এক দফার পাশাপাশি দলীয় চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
তারই অংশ হিসেবে সোমবার (২ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের কৃষক সমাবেশ করবে বিএনপির। অন্যদিকে বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাব সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: