
১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে থেকে বাদ পড়ল ইতালি।
সোমবার রাতে প্লে অফের ম্যাচে সুইডেনের বিপক্ষের খেলায় গোলশূন্য ড্র করার পর আসন্ন ২০১৮ বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো তারা। এবং সুইডেন প্রথম লেগের খেলায় এক শূন্য গোলের ব্যবধানে জয় পাওয়ায় রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হল তাদের।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ৬০ বছরের মধ্যে এই প্রথমবার ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেল।
নব্বই মিনিট সময়কালের খেলার বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ইতালির কাছে থাকলেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ততটা আক্রমণাত্মক খেলা দেখাতে ও পারে নি তারা। গোল খাওয়া ঠেকাতে পেরেছেন প্রথম লেগে ১-০ ব্যবধানে জয়ী সুইডেনের ফুটবলাররা।
এই পরাজয়ের পর অনেকেই ইতালি দলের কোচের সমালোচনা করেন এবং তাকে বরখাস্ত করার কথা বলছেন।
এছাড়া ধারাভাষ্যকার সান্দ্র পিচ্চিনিনি বলেছেন, পরপর দুইটি ম্যাচে কোনও গোল করতে না পারা তাদের জন্য ক্ষমার অযোগ্য।
আপনার মূল্যবান মতামত দিন: