ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান জানাল সিপিবি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ২১:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ২১:০৩

নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে দেশবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।

তারা বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আরেকটি প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণকে চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে গণতন্ত্র পূনরুদ্ধার করতে হবে।

আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তারা।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন, শংকর আচার্য্য, মঞ্জুর মঈন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: