ঢাকা | রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার আজ জনবিচ্ছিন্ন : কর্নেল অলি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩ ১৫:৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩ ১৫:৪৩

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, পনের বছর ধরে ক্ষমতা আঁকড়ে রাখা সরকার আজ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই। আইন ও বিচার ব্যবস্থা জনসাধারণের স্বার্থ রক্ষায় ব্যর্থ। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি।

ক্ষমতার লোভ সকল মাত্রা ছাড়িয়ে গেছে। দেশে বাক-স্বাধীনতা নেই। বিভিন্ন কালো আইনের ভয়ে জনগণ জিম্মি হয়ে আছে। তারপরও আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি। কারণ, জনগণের মঙ্গলের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জনগণ নয়।  

আজ মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এসব কথা বলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: