odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক: ড. আবদুল মঈন খান

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ January ২০২৪ ১৯:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ January ২০২৪ ১৯:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা রাজপথে আন্দোলনে নেমেছি, আমাদের রাজপথে আন্দোলনে থাকতে হবে। কিন্তু আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক।

একটি গণতান্ত্রিক পদ্ধতি এদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হবে সম্পূর্ণ গণতান্ত্রিক। আমরা নিয়ম-নীতিতে বিশ্বাস করি। বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না।   

রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।   



আপনার মূল্যবান মতামত দিন: