
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এবারে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, কেউ যেন প্রশ্ন তুলতে না পারে সেজন্য আমি নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, তারা সেটা দিয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। ’
আজ শনিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ধিত সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নির্বাচন শেষ, এখন সেটা ভুলে যেতে হবে। সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: