ক্যাম্পাস প্রতিনিধি সংবাদ প্রতিবেদন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুবি কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ চারটি অনুষদের ভবনে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৮৫ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন, যা এ ইউনিটের ভর্তি পরীক্ষাকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বিবেচনায় রেখে রাজধানী ঢাকার বাইরে কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
শাহরিয়ার হাসান জুবায়ের
শুক্রবার, ২৬ ডিসেমবর

আপনার মূল্যবান মতামত দিন: