
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব ধরনের সংঘর্ষের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের সংঘর্ষ চাই না। এক্ষেত্রে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক না কেন।
তিনি বলেন, ‘দলের সব লোকের জন্য পুনরায় উপজেলা নির্বাচন উন্মুক্ত করা হয়েছে। নির্বাচনটি ঘনিয়ে এসেছে। তবে কেউ সংঘর্ষে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।
আপনার মূল্যবান মতামত দিন: