ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিজিপিসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে হস্তান্তর করা হবে আগামীকাল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৮

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের  (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় বিজিবি'র সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী জেটিঘাট, ইনানী, কক্সবাজারে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন মায়ানমার নাগরিককে মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

সকাল ৮ টার দিকে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে সাংবাদিকদের এক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানায় বিজিবি।



আপনার মূল্যবান মতামত দিন: