
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পুলিশ ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজ নিজ নিজ কাজে একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিক যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে রাষ্ট্রের কল্যাণ হবে, দেশ ও সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, অন্যায়-অনাচার দূর হবে ও সাম্য প্রতিষ্ঠা হবে।
ডিএমপি কমিশনার আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সৃজনশীল লেখক-সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আপনার মূল্যবান মতামত দিন: