ঢাকা | শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আমরা এ দেশের মানুষকে আরো উন্নত জীবন দিতে চাই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৬

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষের উন্নতি হয়েছে। আমরা এ দেশের মানুষকে আরো উন্নত জীবন দিতে চাই। দেশের মানুষের ভাগ্য আরো পরিবর্তন করে আরো উন্নত জীবন যাতে পায় সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আওয়ামী লীগ কাজ করে যায়।

আর আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলেই মানুষের আস্থা, ভালবাসা এবং বিশ্বাস অর্জন করেছ। আর যার ফলে বার বার জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: