ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দরিদ্রদের জন্য চিকিৎসা পরিষেবা সহজ করতে রাষ্ট্রপতির নির্দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪০

২৪ ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক) : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৪’ উদ্বোধনকালে দরিদ্রদের জন্য চিকিৎসা পরিষেবা আরও সহজ করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট  অন্যান্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘গরিবদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত এবং এটি নিশ্চিত করতে হবে যে- তারা (গরিব) যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় বা অর্থের অভাবে অবহেলিত না হয়।

বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইউএসএ ইন্টারভেনশনাল একাডেমি এ সম্মেলনের আয়োজন করে।

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বা ভুয়া চিকিৎসকদের দ্বারা কেউ যেন প্রতারিত না হয়- সেজন্য সজাগ দৃষ্টি রাখতে বলেছেন রাষ্ট্রপ্রধান।



আপনার মূল্যবান মতামত দিন: