odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

শাকিবের কোম্পানির ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ March ২০২৪ ১৪:১৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ March ২০২৪ ১৪:১৫

শাকিব খান ও সাকিব আল হাসান দু’জনই ভিন্ন দুই মাধ্যমের সুপারস্টার। শাকিব রূপালি পর্দায় অভিনয় দিয়ে মন জয় করেছেন। আর বাইশ গজে বল-ব্যাট হাতে মানুষের মনে জায়গা করে নিয়েছেন সাকিব। এবার চেনা অঙ্গনের বাইরে কর্পোরেট প্ল্যাটফর্মে একসঙ্গে দেখা যাবে শাকিব ও সাকিবকে। সেটি হচ্ছে শাকিব খানের কর্পোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে সাকিব আল হাসান।

গেল জানুয়ারিতে অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এন্ড হারল্যানের সঙ্গে অফিসিয়াল পথচলা শুরু হয়েছে সুপারস্টার শাকিব খানের। এই প্রসাধনী ব্র্যান্ডের ডিরেক্টর তিনি। এই কোম্পানিরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব।

এ উপলক্ষে আজ শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও কোম্পানিটির উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হয়েছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যায় সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে।



আপনার মূল্যবান মতামত দিন: