ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান আন্দোলকারীদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪ ১৫:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪ ১৫:৫৬

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে সরকার। শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখনই এ আলোচনা হবে। তবে এ আলোচনা প্রত্যাখ্যান করেছে কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ব্যক্তিগত ফেসবুকে আইডিতে জানান রক্ত মাড়িয়ে সংলাপ নয়।

সমন্বয়কদের আরেকজন সারজিস আলম জানান, একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে ?

এর আগে আইনমন্ত্রী জানায় এ আলোচনা সমন্বয় করার জন্য আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস



আপনার মূল্যবান মতামত দিন: