 
                                ইইউ প্রধান চার্লস মিশেল শুক্রবার জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন।
শান্তি রক্ষীরা জানান, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের সদর দফতরে হামলা চালিয়েছে। ভিয়েনতিয়ান থেকে এএফপি এ খবর জানায়।
লাওসে দক্ষিণ-পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এএফপিকে বলেন, ‘জাতিসংঘের শান্তি মিশনের ওপর হামলা দায়িত্বহীনতা এবং এটি অগ্রহনযোগ্য। সে কারণেই আমরা ইসরাইল ও সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনকে পুরোপুরি সম্মান করার আহ্বান জানাচ্ছি।

 
                                                    -2018-10-13-21-04-01.jpeg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    .jpg) 
                                            .jpg) 
                                             
                                            .jpg) 
                                            .jpg) 
                                            
আপনার মূল্যবান মতামত দিন: