odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

দরুদুজ্জামান জাল টাকা তৈরীর কারিগর-ডিবি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ January ২০১৮ ২৩:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ January ২০১৮ ২৩:১৯

বাংলাদেশে জাল টাকা তৈরির কারিগর  দরুদুজ্জামান বিশ্বাস ওরফে জামান দরুদুজ্জামান গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে সে গুরু হিসেবে পরিচিত।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য গতকাল বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে এসব তথ্য জানান।  
গ্রেফতারের সময় দরুদুজ্জামান ও তরিকুল ইসলামের কাছ থেকে ভারতীয় ১২ লাখ ২৮ হাজার জাল রুপি ও তৈরির সরঞ্জামাদি ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেট মেশিন, হ্যালোজেন লাইট, স্ক্যানিং, প্রিন্টার ফ্রেমসহ বিভিন্ন ধরণের কার্টিজ ও মোবাইল সেট জব্দ করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: