odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 31st October 2025, ৩১st October ২০২৫

আরব বেসবল ক্লাসিক খেলতে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ৪ November ২০২৪ ২১:২৬

odhikarpatra
প্রকাশিত: ৪ November ২০২৪ ২১:২৬

আগামী ৬-১১ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বেসবল ইউনাইটেড আরব ক্লাসিক বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক এই বেসবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৯টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। 

প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ সদস্যের জাতীয় বেসবল দল অংশগ্রহণ করবে। 

দুই গ্রুপে ভাগ হয়ে ৯টি দল লিগ ভিত্তিতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে এ-গ্রুপে। গ্রুপ পর্বে ৭ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে ৮ নভেম্বর আফগানিস্তান ও ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ভারতের বিপক্ষে।

বি-গ্রুপের দলগুলো হলো ফিলিস্তিন, শ্রীলংকা, নেপাল ও সৌদি আরব।

আগামী বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ বেসবল দলের ১২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। 
বাংলাদেশ জাতীয় বেসবল দল : 

খেলোয়াড় : মো: আব্দুস ছালাম চৌধুরী, তন্ময় দাস, আজগর হোসেন, মো: মোসাব্বেরুল, মো: শহীদ আহমেদ, মো: ইমরান খান, মো: মোমিনুল ইসলাম, মো: জনি হক, মো: রেদোয়ান হোসেন মিদুল, মো: রিপন, মো. গোলাম মাওলা, মো: এহসানুল হক ফাইজান। 

স্ট্যান্ডবাই : আজিজুল হক হাকিম, আল আমিন হোসেন রিপন 
দলনেতা : রওনক আলম 
টিম ম্যানেজার : আমিনুল ইসলাম লিটন 
প্রধান কোচ : হিরোকি ওয়াতানাবে, 
কোচ : আজম আলী খান, রফিক মিয়া চৌধুরী



আপনার মূল্যবান মতামত দিন: