odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

সু চির বাড়ির কমপাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ February ২০১৮ ২২:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ February ২০১৮ ২২:৫৭

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের নেত্রী অং সান সু চির বাড়ির কমপাউন্ডে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চির বাড়ির কমপাউন্ডে এ বোমাটি নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন সু চি'র দপ্তরের একজন কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপি এবং আরো কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সু চির বাসার কমপাউন্ডে যখন বোমাটি নিক্ষেপ করা হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেপিডুতে অবস্থান করছেন।

 এই বাড়িটিতেই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়|  তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

সু চির বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি।

গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চির আন্তরিকতার অভাব আছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: