ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

২০৫০ সাল নাগাদ সূর্যের উত্তাপ কমবে : গবেষণা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১২

২০৫০ সাল নাগাদ সূর্যের উত্তাপ কমে যেতে পারে। নতুন একটি গবেষণায় একথা বলা হয়।


সম্প্রতি সোলার সাইকেলের শীতল হতে থাকা অংশের ওপর ভিত্তি করে সানডিয়াগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ধারণা করছেন, কয়েক দশক পর সূর্য সাত শতাংশ শীতল হবে। কারণ তারা মনে করছেন, ‘গ্রান্ড মিনিমাম’ পরিস্থিতি আসতে আর মাত্র কয়েক দশক সময় লাগবে। খবর সিনহুয়া’র।


শিকাগো ভিত্তিক জার্নাল এস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত এই গবেষণায় আরো বলা হয়েছে, গ্রান্ড মিনিমাম হচ্ছে অত্যন্ত নি¤œমাত্রার সৌর গতিবিধি যা পৃথিবীর তাপমাত্রা হ্রাস করে।


উল্লেখ্য, ১৭ শতকের মাঝামাঝিতে মুন্দার মিনিমাম নামে গ্রান্ড মিনিমামের কারণে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে এসেছিল যা টেমস নদীর পানিকে বরফে পরিণত করার জন্য ছিল যথেষ্ট।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: