ঢাকা | বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাবিতে দিনব্যাপী আন্তর্জাতিক ভাষাবিজ্ঞান সম্মেলন

odhikarpatra | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী আন্তর্জাতিক ভাষাবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সম্মেলনে প্রধান অতিথি ছিলেন।

এবছর সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘লেঙ্গুয়েজ, ফাংশন এন্ড ইন্টার-ডিসিপ্লিনিং ডিজিটাল হিউম্যানিটিস’।

ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক ড. টেড গিবসন এবং ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ম্যাটি মিয়েস্তামো মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উপাচার্য ড. নিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভাষার সর্বজনীন আবেদন রয়েছে। তিনি ভাষার সর্বজনীন চেতনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, রোমানিয়া, ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকগণ সম্মেলনে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: