ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

odhikarpatra | প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ১৬:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ১৬:৪৫

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এর আগে রাত ৩টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ৩ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ২০ মিনিটে।

ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: