ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ১৫ March ২০২৫ ২১:০১

odhikarpatra
প্রকাশিত: ১৫ March ২০২৫ ২১:০১

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শোভন কর্মপরিবেশ গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি আইএলও-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে বর্তমানে জেনেভা সফরে রয়েছেন।

এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

জেনেভাস্থ বাংলাদেশ মিশন আয়োজিত এ মতবিনিময় সভায় জাপান, তানজানিয়া, নাইজার, মালওয়ি এর ৪ জন মিনিস্টার এবং যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, ওমান, ফিলিপিন, নেপাল, নেদারল্যান্ডস এবং মোজাম্বিকসহ ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক ও মালিকদের সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী শ্রমিক তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে।

উপদেষ্টা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সকল উন্নয়ন সহযোগী দেশের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় শেষে ২০টি দেশের আমন্ত্রিত অতিথির সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান সচিব, জেনেভাস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এক নৈশভোজে অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: