ঢাকা | বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

odhikarpatra | প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ২০:৪০

odhikarpatra
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ২০:৪০

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

পাবনার বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২১ মার্চ) দুপুরে মরহুম এ্যাডঃ আব্দুর রহিম এবং বেগম নুরুন্নাহার স্মৃতি পরিষদের আয়োজনে সিএন্ডবি বাসস্ট্যান্ড জামে মসজিদে দিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক সচিব,রেলপথ মন্ত্রণালয় ও সার্বক্ষনিক সদস্য,জাতীয় মানবাধিকার কমিশন সেলিম রেজা।
বিষেশ অতিথি ছিলেন, ডাঃ আব্দুল আওয়াল,আলহেরা স্কুল ও কলেজের প্রিন্সিপাল হাকিমুল কবির,গ্যালাক্রি স্কুল ও কলেজের প্রিন্সিপাল এম এ সালাম,

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে সাবেক ডেপুটি ডিরেক্ট এটিএম ফজলুর রহিমরে সার্বিক তত্বাবধায়নে ও লেঃ কর্নেল ডাঃ জামিল জাইদুর রহিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন করমজা দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ আবু দাউদ,শেখপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আবদুল্লাহ,তানবিরুল উম্মাহ মাদরাসার শিক্ষক হাফেজ নূহ আলম,শানিলা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মাহফুজ।

ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে ১০০ জন প্রতিযোগীদের মধ্যে গাইরে হাফেজ ৫ ও হাফেজে কুরআন ৫ মোট বিজয়ী হয়েছেন ১০ জন ।

গাইরে হাফেজে প্রথম স্থান অধিকৃত হয় সাঁথিয়া তেথুলিয়া এতিমখানা মাদরাসার মোঃ রিহাদুজ্জামান রুজন ও হাফেজে কুরআনে প্রথম স্থান অধিকৃত হয় শাহজাদপুর জামিয়া রশিদিয়া নূরবক্র মাদরাসার হাফেজ মোঃ আবুল হাসেম। বিজয়ীদের পুরস্কার হিসাবে ১ম জনকে ১০ হাজার,২য় ৭ হাজার,৩য় ৫হাজার,৪র্থ ৩ হাজার ও ৫ম কে ২ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: