odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

আফগানিস্তানে সরকারি বাহিনীর অভিযানে ৭০ জঙ্গি নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ February ২০১৮ ২৩:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ February ২০১৮ ২৩:২৭

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৭০ জঙ্গি নিহত ও অপর ১৫ জন আহত হয়েছে। তারা সেখানে বৃহস্পতিবার এ অভিযান শুরু করে। শনিবার স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র খাজা ইয়াহিয়া আলাভি সিনহুয়াকে বলেন, আফগানিস্তানের বিশৃঙ্খলাপূর্ণ উরুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু করা সামরিক অভিযানে কমপক্ষে ৭০ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অব্যাহত এ অভিযানে আরো ১৭ জন আহত হয়েছে।
ওই সেনা কর্মকর্তা আরো জানান, এ সময় জঙ্গিদের ১২ টি গোপন ঘাঁটি গুড়িয়ে দেয়া হয়। বিমানবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ প্রতিবেদনের ব্যাপারে তালেবান জঙ্গিদের কোন মন্তব্য পাওয়া যায়নি।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: