
ইরানের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ৬৬ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। রোববার দেশটির জাগরস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়।
আসেমান এয়ারলাইন্সের মুখপাত্র মোহাম্মদ তাবাতাবাই বলেন, ওই এলাকায় তল্লাশির পর দুর্ভাগ্যবশত আমরা বিমানটির বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরেছি।
দুর্ভাগ্যজনকভাবে বিমানের সকল আরোহীই প্রাণ হারিয়েছে।-খবর বাসসের
আপনার মূল্যবান মতামত দিন: