ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

চট্টগ্রামে বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত, আহত ১২

odhikarpatra | প্রকাশিত: ১ April ২০২৫ ০০:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১ April ২০২৫ ০০:৪৮

চট্টগ্রামে জেলার লোহাগাড়ায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক গ্রামের মো. পারভেজের ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নাজিম, একই উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার ছাত্তারের ছেলে ছিদ্দিক।

লোহাগাড়া ফায়ার স্টেশন সূত্র জানায়, সৌদিয়া পরিবহণের একটি বাসের সাথে আরেকটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম বাসসকে বলেন, সকালে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তবে ছয়জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছি। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: