ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

odhikarpatra | প্রকাশিত: ২ মে ২০২৫ ১৯:৩৩

odhikarpatra
প্রকাশিত: ২ মে ২০২৫ ১৯:৩৩

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৬ হাজার ৯২৪ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৯৬ শতাংশ শুক্রবার (২ মে) ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইবি সহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। মোট ৫ টা ভবনে (মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন, রবীন্দ্র-নজরুল ভবন, ইবনে সিনা, ব্যবসায় অনুষদ ভবন ও অনুষদ ভবন) এ পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষা শুরু হওয়ার আগে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক সহ প্রধান ফটকে যান। তিনি সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এ সময় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, কলা অনুষদের ডিন  অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান প্রমুখ তাঁদের সঙ্গে ছিলেন। পরে উপাচার্য বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন। 

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে ফলাফল হিসেবে আপনারা দেখছেন খুবই সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছে। প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হয়েছে। আজকে ৬৯২৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য গতকালই সিট প্লান করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। সবার সর্বাঙ্গীণ সহযোগিতায় সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং গুচ্ছের বাকী পরীক্ষাগুলোও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করি।”

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: